মোঃএমদাদুল হক – ইসলামপুর থেকে :
জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ৯৭ ব্যাচ কল্যাণ সংস্থার আগামী ২৪ ডিসেম্বর,২০২২দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহ আলম, সদস্য নং-৪ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে ১২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫টি পদের মধ্যে চারটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।তাদের মধ্যে অন্যতম মোঃ শাহ আলম।
মোঃ শাহ আলম গোয়ালেরচর ইউনিয়ন এর মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন ও জন্মের সাত বছর বয়স হতে পৈতৃক বাড়ি কিংজাল্লায় বসবাস করে আসছেন। তিনি বর্তমানে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন। ইসলামপুর হযরত শাহ কামাল (রঃ) জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা তিনি পাশাপাশি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সদ্য বিলুপ্ত ৯৭ কল্যাণ সংস্থার সফল সাধারণ সম্পাদক তিনি।
সংগঠনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাসহ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঃ
(১) সংস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতদারী প্রতিষ্ঠা।
(২) প্রতিমাসে কার্যকরী কমিটির সভায় সংস্থার আয়-ব্যয়ের হিসাবের কপি বিতরণ।
(৩)সংস্থার সকল সদস্যদের হেল্থ কার্ড করে হযরত শাহ কামাল(রঃ) হাসপাতাল থেকে সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় ২০% থেকে ৪০% ছাড় নিশ্চিত করা।
(৪) ইসলামপুর ও ইসলামপুরের বাইরে অবস্থান করা বন্ধুদের সমন্বয়ে ঐক্য, উন্নয়ন প্রতিষ্ঠা ও ত্বরান্বিত করা।
(৫) গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতা সম্পন্ন ব্যাক্তির সমন্বয়ে শক্তিশালী ও গ্রহণযোগ্য উপদেষ্টা পরিষদ গঠন।
(৬) আর্থিকভাবে অস্বচ্ছল সদস্য বন্ধুদের স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের জন্য শিক্ষাভাতা ও এককালীন সহায়তা প্রদান করা।
(৭) সংস্থাকে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন করার ব্যাবস্থা করা।
(৮)সংগঠনের বিধি ও গঠনতন্ত্র অনুযায়ী যাকাত ফান্ড দ্বিগুণ করা।
(৯) ৯৭ কল্যাণ সংস্থাকে শতভাগ অরাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলা।
(১০) নিয়মিত সঞ্চয় উত্তোলন করা এবং বন্ধুদের গচ্ছিত আমানত ১০০% সুরক্ষা নিশ্চিত করা।
এ নির্বাচনী ইশতেহার পাঠের সময় উপস্থিত ছিলেন ৯৭ ব্যাচ কল্যাণ সংস্থার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আমজাদ সুজন,কোষাধ্যক্ষ মোঃ শাহীন মিয়াসহ অনেকে।