বিশ্বের শীর্ষে বায়ু দূষণে রাজধানী ঢাকা

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট :
বায়ু দূষণে আবারো পৃথিবীর সব শহরকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলো রাজধানী ঢাকা।

৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য ভিত্তিক বায়ু দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালে দেখা গেছে, ২৭৪ মান নিয়ে দূষিত শহর হিসেবে ঢাকা সবার উপরে অবস্থান করছে।

ঢাকার পরে ক্রমান্বয়ে রয়েছে- কারজিস্তানের বিশকেক, পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, কাজাকাস্তানের নূর-সুলতান, কুয়েতের কুয়েত সিটি, মঙ্গলিয়ার উললানবাথার, ভারতের কলকাতা, ইরানের তেহরানের মতো শহরগুলো।

এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের (একিউআই) মান যদি ২০০ এর বেশি থাকলে ওই এলাকাকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।  সে হিসেবে বৃহস্পতিবার ঢাকার মানুষ খুবই অস্বাস্থ্যকর বায়ু গ্রহণ করছেন।

এয়ার ভিজ্যুয়ালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সকাল থেকে ঢাকার একিউআই ২০০ এর উপরে ছিল।

ঢাকার সাত এলাকার বায়ু মান পর্যবেক্ষণ করে এয়ার ভিজ্যুয়াল। এরমধ্যে মিরপুর এলাকায় একিউআই ২০০ এর নিচে ছিল। এছাড়া কারওয়ান বাজার, মোহাম্মদপুর ও গুলশান, উত্তরা, নর্দ্দা এলাবায় একিউআই ২০০ এর উপরে ছিল।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.