অনলাইন ডেস্ক :
সাংবাদিকদের হেনস্থাকারী ছাত্রলীগনেতা শহীদুল ইসলাম খান রিয়াদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল ৩ ফেব্রুয়ারী সোমবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জরুরি সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম খান রিয়াদকে সাময়িক বহিষ্কার করা হলো।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোটগ্রহণকালে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে ওই ছাত্রলীগনেতার বিরুদ্ধে।
রিয়াদ ও তার সহযোগীদের হাতে হেনস্থার শিকার তিন সাংবাদিক হলেন- বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মাহবুব মমতাজি, বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক নুরুল আমিন জাহাঙ্গীর ও দিন প্রতিদিন পত্রিকার প্রতিবেদক পাপন।
এদিকে, গত রোববার রাতে বাংলাদেশ প্রতিদিনের একটি সংবাদ ও পেশাদার তিন সাংবাদিকের নাম উল্লেখ করে গেন্ডারিয়া থানায় জিডি করেন রিয়াদ। এতে তিনি অভিযোগ করেন, ওই তিন সাংবাদিক ভোটকেন্দ্রে বিএনপি-জামাতের এজেন্ট হিসেবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করেছেন।