বিনোদন ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম- সর্বত্র আলোচিত ও সমালোচিত অভিনেতা হিরো আলম। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। মিউজিক ভিডিওর পাশাপাশি বেশ কয়েকটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এবার নিজের প্রযোজনায় নির্মাণ করছেন চলচ্চিত্র ‘সাহসী হিরো আলম’। এই সিনেমার মাধ্যমে দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকে টেক্কা দিতে চান তিনি।
চলতি মাসে শাকিব খানের সিনেমা মুক্তি পাবে। এ কারণে বসে নেই হিরো আলম। তিনিও আটঘাট বেঁধে প্রস্তুত হচ্ছেন। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমার বিশ্বাস- অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা। শাকিব খানের সিনেমা মুক্তি পাবে শুনেছি। তাতে আমার সমস্যা নেই। আমার সিনেমাও এ মাসেই মুক্তি দেব। আগামী সোমবার মুক্তির তারিখ ফাইনালি জানতে পারবেন।
সাধারণত শাকিবের সঙ্গে কোনো প্রযোজকই সিনেমা মুক্তি দেয়ার সাহস করেন না। এক্ষেত্রে শুধু ব্যতিক্রম নয়, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, দেশের যত মানুষ শাকিব খানকে চেনে, আমাকে তার চেয়ে বেশি মানুষ চেনে। বিদেশেও আমার পরিচিতি রয়েছে। শাকিব খানকে টেক্কা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করতে চাই। মানুষ আশা করতেই পারে। আমিও আশা করি- শাকিব খানের মতো আমারও একটা অবস্থান তৈরি হোক।
সিনেমার গল্প প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি সাহসী হিরো আলম। আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করেছেন। আমার জীবনের ছায়া অবলম্বনে সিনেমার গল্প এগিয়ে গেছে।
সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন— সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এছাড়াও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার, কালা আজিজ প্রমুখ। পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি। গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু।