কুমিল্লার ময়নামতি ফরিজপুরে কনিকা আশ বেকারিসহ ১০প্রতিষ্ঠানে জরিমানা

অন্যান্য

নিজস্ব প্রতিবেদক :
“মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত ভোক্তা অধিকার” স্লোগানকে সামনে রেখে ভোক্তাদের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়।
আসন্ন রমজান‌কে সাম‌নে রে‌খে আজ গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যোগে দিনব্যাপী কু‌মিল্লার বু‌ড়িচং উপ‌জেলার বি‌ভিন্ন বাজা‌রে তদারকিমূলক অ‌ভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলামের নেতৃত্ব ময়নামতি ফরিজপুর এলাকার মিশন স্কুল সংলগ্ন কনিকা (আশা) বেকা‌রি‌ সহ অপর একটি বেকারিকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন বিদঘুটে নোংরা পরিবেশে খাদ্য পণ্য প্রস্তুত, পঁচা ডিম ও বাসী পঁচা খাদ্যপণ্য বাজারজাত, খোলা হাতেই খাদ্য সামগ্রী তৈরী সহ বিভিন্ন অভিযোগে বেকারীকে এ জরিমানা করা হয়। এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন বাজারে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় ৮টি মু‌দি দোকানী‌ কে ২৪,০০০ টাকাসহ মোট ১০টি প্র‌তিষ্ঠান‌কে ৬৪,০০০ টাকা জ‌রিমানা করা হয়। এ অ‌ভিযা‌নে প্রায় ২০০প্যা‌কেট খেলনাযুক্ত শিশু খাদ্য পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়। উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম অভিযানে সা‌র্বিকভাবে সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.