মানসুরা আক্তার কাকলী :
সাংবাদিক যদি প্রশাসনের বলি হয় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যদি বাঁধা হয় তাহলে কোথায় যাবে জাতীর বিবেক।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত ও সাধারণ সম্পাদক শ্রী মৃদুল ধর ভাবনের সমন্বয়ে আশুলিয়া থানা বাইপাইল পুলিশ বক্স সংলগ্নে। ১৬/০৩/২০২০ রোজ সোমবার বেলা ১১ টা ৪০ মিনিটে কুড়ি গ্রামের ডিসি সুলতানা পারভীনের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করছেন। উক্ত মানববন্ধনে সাংবাদিকেরা জেলা প্রশাসকের এমন জঘন্যতম দূর্নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলন করবেন বলে জানিয়েছেন। এবং অনতিবিলম্বে সারা বাংলাদেশের সাংবাদিক নির্যাতন বন্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।সাংবাদিক তার তথ্য অনুযায়ী সকল বিষয়ে নিউজ প্রকাশ করবে সে বিষয়ে প্রশাসনের কেনো বাঁধা এমন বক্তব্য রেখেছেন সাংবাদিকেরা। সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। নির্যাতিত সাংবাদিকের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সকল সময় আছে থাকবে। সাংবাদিকদের অধিকার আদায় বাস্তবায়নে একই সাথে মিলিত হয়ে সারা বাংলাদেশে সাংবাদিকদের দাবী প্রনয়নে কাজ করে যাওয়ার জন্য সাংবাদিক সমাজ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে সবিনয়ে স্যালুট জানিয়েছেন।