বগুড়া গাবতলীতে ১০টাকা কেজি দরে ৬২ বস্তা চাল উদ্ধার গ্রেফতার -২

অপরাধ

মতিন খন্দকার টিটু :
বগুড়ার গাবতলীতে খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের ৬২ বস্তা চাল উদ্ধার ও এরসাথে জড়িত ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ১৪ এপ্রিল রাতে গাবতলী মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম মগড়ার পাড়া গ্রাম থেকে চালগুলো উদ্ধার করে। গাবতলী মডেল থানার এসআই আইয়ুব উদ্দীন জানান, জেলা পুলিশ সুপারের কাছে গোপনে সংবাদ দেয় যে, দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম মগড়ার পাড়া গ্রামে পিতা মৃত নঈমদ্দীন ছেলে নজরুল ইসলামের ও একই পাড়ার ছালেক উদ্দীন প্রাং ছেলে রুবেল প্রাং বাড়ীতে খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের বিপুল পরিমান চাল মজুত রয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দ্দেশে গাবতলী মডেল থানার ওসি সাবের রেজা আহমদের নেত্বেতে গঠিত টিম ১৪ এপ্রিল মঙ্গলবার রাত ১০ টায় উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। তথ্যমতে খাদ্য বান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি দরের ছোট বড় ৬২ বস্তা ২৭৫০ কেজি চাল উদ্ধার করা হয়। এরসাথে জড়িত নজরুল ইসলাম ও রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধার কাজে অংশনেন ওসি অপরেশন লাল মিয়া, এসআই আইয়ুব উদ্দীন, সুজাউদৌলা, রুবেল মিয়া, ইফতেখার, শওকত আলী,এএসআই মোস্তাকিন, হাবিবসহ বিভিন্ন ফোর্স। থানাসুত্রে আরো জানাযায় এলাকার আ’লীগনেতা মঞ্জুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমসহ কতিপয় ব্যাক্তি বেশী দামে বিক্রির জন্যএই চালগুলো কিনে মজুদ করেছিল । গাবতলী মডেল থানা ওসি সাবের রেজা আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মামলা কারা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.