জেনারেশন নেক্সট কারখানার শ্রমিদের জামিন করালো শ্রমিক নেত্রী রানী খান

অন্যান্য

আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় জেনারেশন নেক্সট কারখানায় করোনার কারনে কাজের অর্ডার কম থাকায় এবং ব্যাংকিং সমস্যায় থাকায় শ্রমিকের বেতন সময় মত পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রমিকেরা বিভিন্ন দাবীতে আন্দোলনের শুরু করে কাজ বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে কিছু উশৃংখল অজ্ঞাত শ্রমিকেরা কারখানা ভাংচুর করলে পরবর্তীতে ইন্ড্রাসটিয়াল পুলিশ এসে কারখানার ভাংচুর ঠেকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করে কারখানার পরিবেশ শান্ত করে কারখানার ভাংচুর করার অভিযোগে সন্দেহজনক ভাবে ১০ জন শ্রমিককে গ্রেপ্তার করে পরবর্তীতে আশুলিয়া থানায় হস্তান্তর করে ভাংচুর ক্ষথিপূরন মামলায় কোর্টে প্রেরন করে জেল হাজতে পাঠায় মানবিক দিক বিবচনা করে শ্রমিকের পাশে এগিয়ে আসে মুক্ত বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক শ্রমিকনেত্রী রানি খান ও গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগের সাভার আশুলিয়ার প্রতিনিধি মোঃ সোহাগ, শ্রমিকদের জেল হাজত থেকে জামিন করানোর জন্য নিজ খরচে দিনরাত পরিশ্রম করে অবশেসে আজ সকাল ১১ টায় শ্রমিকেরা জামিনে মুক্তি পায় সদ্য জামিন হওয়া শ্রমিক আপেল জানান আমাদের এই দুঃসময়ে শ্রমিক নেত্রী রানী আপা জামিনে মুক্ত করে মানবতার কাজ করেছেন আমরা সকল শ্রমিকেরা আমাদের প্রতি অন্যায়ের বিচার চাই সকলের কাছে এবং দাবি জানাই সকল শ্রমিকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে ও যে সকল শ্রমিকদের কারখানা থেকে ফোনে ছাটাই করার উদ্দেশে না করা হয়েছে সে সকল শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী ২৬ ধারা অনুযায়ী শ্রমিকদের সকলকে ছাটাই করতে হবে এ ব্যপারে শ্রমিকনেত্রী রানি খান বলে শ্রমিকের দাবির সাথে একমত পোষন করে শ্রমিকের ন্যায়সঙ্গত দাবি আদায়ে সবর্দা সহযোগীতা করবে

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.