কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত

অন্যান্য

কুমিল্লা সদর প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণের সংবর্ধনা দিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। সোমবার সকালে পুলিশ লাইনস এর শহীদ আর আই আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম রেঞ্জের ডি আই জি মো.আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম(বার)। অনুষ্ঠানে ২শ ৩২জন শহীদ পরিবার, মৃত মুক্তিযোদ্ধা ও জীবিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ডা.আরিফুর রহমান।
এসময় পুলিশ সুপার(ইন সার্ভিস) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবের। প্রতিরোধ যুদ্ধের প্রথমেই তারা তাদের ছোট্ট অস্ত্র দিয়ে বড় অস্ত্রে সু সজ্জিত পাক সেনাদের মুখোমুখি হয়েছিল সাহসিকতার সাথে। ভয়ে পালিয়ে না গিয়ে শত্রুর সাথে যুদ্ধ করেছিলেন। এ প্রজন্মের পুলিশ সদস্যদেরকে মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস জানতে হবে। তা না হলে তারা বিভ্রান্তিতে পড়তে পারে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে আহ্বান করেন রেঞ্জ ডিআইজি।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.