কুমিল্লায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার পরিদর্শনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
আজ ৩ মার্চ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলা‌মের নেতৃত্বে গ‌ঠিত পরিদর্শন টিম কর্তৃক সদ‌রের বাখরাবাদ ও শুভপুর এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে । এ সময় মোড়‌কের গা‌য়ে মেয়াদ না লেখা, খব‌রের কাগজ দি‌য়ে কেক প্রস্ত‌ুত ও অব‌হেলা দ্বারা সেবাগ্রহীতার স্বাস্থ্যহানী ঘটা‌নোর ম‌তো ভোক্তা অধিকার বিরোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে রে‌লিশ বেকা‌রি এন্ড সুইটস‌কে ৫০,০০০ টাকা ও অন‌ু‌মোদনহীন পণ্য বি‌ক্রি করায় প্রত্যাশা ডিপার্ট‌মেন্টাল স্টোর‌কে ৫,০০০ টাকাসহ ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় অ‌ধিদপ্ত‌রের প্রশাসনিক এখ‌তিয়া‌রে ৫৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সদর উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.