বগুড়ায় আবারো ২৬ পুলিশ সদস্য পুরস্কার পেলেন

অন্যান্য

মুহাম্মদ মতিন খন্দকার টিটু :
বগুড়ায় পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪মে সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। এপ্রিল মাসে পেশাগত কাজে সর্বোচ্চ অবদানের জন্য ২৬ জনকে ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। সভায় জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন । এর আগে মার্চ মাসে ৩০ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছিল। পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- চৌকস কার্য সম্পাদন ক্যাটাগরিতে গাবতলী সার্কেলের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, সদর থানার ওসি সেলিম রেজা, শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম, শেরপুর পুলিশ ফাঁড়ীর এসআই ছাম্মাক হোসেন, গাবতলী মডেল থানার এসআই আলহাজ্ব উদ্দিন, সদর থানার এসআই বেদার উদ্দিন, বগুড়া সদর কোর্টের জিআরও এএসআই মোস্তাফিজুর রহমান, নারুলী পুলিশ ফাঁড়ীর এএসআই সেকেন্দার আলী, সদর থানার এএসআই ডন কংকন বর্মন, শেরপুর থানার কনস্টেবল রেজাউল করিম এবং পুলিশ লাইন্সের এসএএফ শাখার কনস্টেবল আল আমীন পুরস্কৃত হয়েছেন। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সদর ট্রাফিকের সার্জেন্ট রমজান আলী ।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী হিসেবে শাজাহানপুর থানার এসআই সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.