গাজীপুরে ট্রাক চাপায় আটোচালকসহ নিহত ২ আহত ৪

দুর্ঘটনা

মোঃ আলী সীমান্ত :
ঢাকা-টাঙ্গাইল মহসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শুক্রবার রাতে ট্রাকের চাপায় আটো চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত চার জন।
নিহতরা হলেন, বগুড়া সদর এলাকার বাসিন্দা মো. নবাব আলী (৪৫)। সে মৌচাক আনু ফকিরের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। নিহত অপরজন হলেন মৌচাক হাইড্রোঅক্সাইড কারখানার লিংকিং অপারেটর মো. জয়নাল হোসেন (৩৫)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোচালক গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে শুক্রবার রাত ৯ টার দিকে চারজন যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একই দিকগামী দুই ট্রাক পাল্লা দিয়ে যাওয়ার সময় মৌচাক বাস ষ্ট্যান্ড এলাকায় পাশাপাশি থাকা দুইটি অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপা পড়ে অটোরিকশা দুইটি দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থালে অটো চালক নবাব আলী ও কারখানা কর্মকর্তা জয়নাল হোসেনের মৃত্যু এবং কমপক্ষে চারজন আহত হয়। এসময়ে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ধাওয়া করে একটি ট্রাক আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
আহত অপর অটোরিকশার চালক মো. বাবু মিয়া (২২) জানান, তারা পাশাপাশি দুইটি রিকশা দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিলেন এসময়ে দুইটি ট্রাক পাল্লা পাল্লি করে তাদের রিকশা দুইটিকে চাপা দেয়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক যানান দুর্ঘটনার খবর শোনে ঘটনাস্থলে দ্রুত এসেছি। দুজন মারা গেছে তাদের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.