কুড়িগ্রামে ডিজিটাল নিরাপওা আইন বাতিলের দাবিতে সাংবাদিকের মানববন্ধন ও সমাবেশ

অন্যান্য

আনিসুর রহমান :
কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাঁধা ও হয়রানি বন্ধসহ ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকদের উপর থেকে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হয়।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক ছানালাল বকসী, আব্দুল খালেক ফারুক, হাসিবুর রহমান হাসিব, রাজু মোস্তাফিজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, হাসপাতালগুলোতে ঠিকাদাররা স্বাস্থ্যবিভাগের লোকজনের সাথে যোগসাজস করে সরকারি অর্থ লুটপাট করলেও কিছু হয় না। আর সেই অনিয়মের সংবাদ প্রকাশ করলেই তাদের গাত্রদাহ হয়। এজন্য সাংবাদিকদের হয়রানি করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাংবাদিকরা অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান এবং ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহরসহ লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবী করেন।

 

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.