কুমিল্লায় ঋষিপল্লীতে নিম্নআয়ের ১৭০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

অন্যান্য

মামুন মজুমদার :
কুমিল্লা জেলার সিটি কর্পোরেশন এলাকার ঋষিপল্লীতে বসবাসকারী মুচি সহ বিভিন্ন শ্রেণিপেশার কর্মহীন ও নিম্ন শ্রেণির মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার তুলে দেয়া হয়েছে।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শুক্রবার সকালে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) মোঃ শাহাদাত হোসেন এই সকল বিশেষ উপহার তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক উন নবী তালুকদার।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক কঠোর লকডাউনের নির্দেশনা জারি করেছে সরকার।ঈদের জন্য বিধিনিষেধ শিথিলের পর আজ থেকে পুনরায় চালু হয়েছে লকডাউন।এরই প্রেক্ষিতে সমগ্র কুমিল্লা জেলায় ৪০জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ৪০টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। কঠোর এ বিধি নিষেধ আরোপকালে নিম্ন আয়ের মানুষ যেন ক্ষুধার কষ্ট না পায় সে ব্যাপারে সদাজাগ্রত রয়েছে জেলাপ্রশাসন।এ লকডাউনে সীমিত আয়ের মানুষের ক্ষুধার কষ্ট লাঘবে জেলাপ্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.