বগুড়া সারিয়াকান্দি – মাদারগঞ্জের ফেরী সার্ভিস চালু হচ্ছে

অন্যান্য

মতিন খন্দকার টিটু :
বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জে সাথে যমুনা নদীতে বৃহম্পতিবার ১২ আগস্ট চালু হচ্ছে (সীট্রাক) ফেরী সার্ভিস। সকাল ১০টায় সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাটে ফেরী সার্ভিস উদ্বোধন করবেন প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাদারগঞ্জ-মেলানদহ এলাকার সংসদ সদস্য মির্জা আজম ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। ফেরী সার্ভিস উদ্বোধন শেষে জামথল ঘাট থেকে ফেরীতে নদী পার হয়ে দুপুরে সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে জামালপুর, বগুড়া জেলার ও মাদারগঞ্জ, সারিয়াকান্দি উপজেলার আওয়ামী লীগের নেত্ববৃন্দ উপস্থিত থাকবেন । ফেরী ঘাটের ইজাদার জাহিদুর রহমান উজ্জল জানান, ফেরীতে একশত আসনের যাত্রীদের বসার সিট রয়েছে। এ ছাড়াও কার, মাইক্রোবাস,পন্যবাহী মিনি ট্রাক পারাপার হবে। ফেরী সার্ভিস চালু হলে ৪৫ মিনিটে যাত্রীরা নদী পার হতে পারবে। বৃহত্তর ময়মনসিংহ জেলার সাথে বগুড়া জেলার যাতায়াত ব্যবস্থা সহজ হবে ।কাজলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামথল কারিগরি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ফেরী সার্ভিস চালু হলে অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নত হবে ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.