নোয়াখালী জেলা আ.লীগ কমিটি পুনর্বহালের দাবীতে সুবর্ণচরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজনীতি

আহসান হাবীব :
নোয়াখালী জেলা আওয়ামীলীগের আগের ঘোষিত কমিটি বাতিল করায় ক্ষুগ্ধ নোয়াখালী জেলা আওয়ামিলীগের একাংশ। এ নিয়ে জেলা জুড়ে চলছে তোলপাড়। গতকাল ৩ গ্রুপের মুখোমুখি অবস্থানের ফলে নোয়াখালী জেলা শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

২০১৯ সালের ২০ নভেম্বরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সম্মেলনের মাধ্যমে হওয়া পূর্ণাঙ্গ কমিটি বহাল রাখার দাবীতে নোয়াখালী সুবর্ণচর উপজেলায়(হারিছ চৌধুরী বাজার) জিরো পয়েন্টে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(৬আগস্ট) সোমবার বেলা ১১ টায় উক্ত প্রতিবাদ সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামীলীগ সদস্য আবুল বাসার ডিপটি, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিপক, যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব, যুগ্নআহবায়ক আমির খসরু মাহমুদ, ছাত্রলীগ আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ, চরক্লার্ক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হানিফ কেশিয়ার, চরজব্বার ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভিপতি আজগর হোসেন পলোয়ানসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিগত দিনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে দল সুসংগঠিত ছিলো, করেছেন ব্যাপক উন্নয়ন, দূর করেছেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ। করোনাকালে অবদান ছিলো দেশ জুড়ে প্রশংসিত। কিছু হাইব্রিড, দলের বিশৃঙ্খলা কারি পরিকল্পিতভাবে জেলা আওয়ামীলীগকে কুলষিত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে।
বিগতদিন গুলোতে একরাম চৌধুরী হোন্ডা নিয়ে মানুষের ধারে ধারে পৌঁছেছেন, নেতাকর্মীদের বিপদে আপদে পাশে ছিলেন। তার সকল অবদান ম্লান করতে একটি কুচক্রী মহল সক্রিয় ভূমিকা পালন করে সোস্যাল মিডিয়ায় অনবরত মিথ্যা তথ্য দিয়ে জেলা আওয়ামীলীগের মধ্যে কোন্দল সৃষ্টি করছে। ২০১৯ সালের ত্রিবার্ষিক সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামীলীগের কমিটি পূর্ণবহাল রাখার জন্য দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.