রংপুর পীরগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের হিরিক

অপরাধ

রংপুর জেলা প্রতিনিধি :
রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা ৬নং টুকুরিয়া ইউনিয়নে দক্ষিণ দুর্গপুর, মোনাইল, টিয়োরমারী,বিসনা সাতোয়া মৌজায় করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলাচ্ছে প্রভাবশালীরা। এতে ফসলি জমি এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। ভুক্তভোগী টিয়োরমারী গ্রামের শাহাদাত হোসেন বলেন করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বালু উত্তোলন বন্ধ না করলে আমাদের অনেক কৃষি জমি নদীগর্থে বিলিন হয়ে যাবে তাই আমি এক সচেতন নাগরিক হিসেবে আমাদের পীরগঞ্জের অভিভাবক জাতীয় সংসদের স্পিকার, ডাঃশিরীন শারমিন চৌধুরীর সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকা বসবাস কারী ফারুক বলেন প্রভাবশালী বালু ব্যবসায়ীরা উপজেলা খালাশপীর হাটের পশ্চিমপাশে করতোয়া নদী উপর তীরবর্তী কয়েক মৌজায় অন্তত ২০টি স্থানে ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু তুলছেন। শুরু মাত্র দুর্গাপুরে মৌজায় কয়েক মিটারের মধ্যে ড্রেজার মেশিন চলে প্রতিদিন ৭/১০ টা। টিয়োরমারী গ্রামে লুৎফর রহমান বলেন এতে নদের তীরে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে ফসলী জমি ধসের সৃষ্টি হয়েছে। তাই শুরু মাত্র অবৈধ ড্রেজার বন্ধ করলে আমরা বাঁচব, না হলে সেই জমি গুলো বাচাতে হলে নদী তীর ব্লক দিয়ে বেধে দিতে হবে তা নাহলে আমাদের জমি গুলো নদীতে বিলিন হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.