কুমিল্লার সদর দক্ষিণ চৌয়ারায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

অন্যান্য

মামুন মজুমদার :
কুমিল্লা নগরীর চৌয়ারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে
স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কাজী আবুল বাশার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এ কে এম আব্দুল আলী, চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নোমান খন্দকার,স্বপ্নচুড়া ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাছান ভাই,সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক,চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য তাজুল ইসলাম,বাংলাদেশ বেসরকারি গনগ্রন্থাগার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসাইন,২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম,চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হারুনুর রশিদ, চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদের সেক্রেটারি ব্রজলাল চক্রবর্তী, বাংলা প্রভাষক সহিদুল্লাহ মজুমদার, আইসিটি বিভাগের প্রভাষক নাসির উদ্দিন সুমন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক খন্দকার বোরহান উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের প্রতিষ্ঠাতা ও জাতীয় নির্বাচনকালী চৌয়ারা কলেজের দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক তরুন সমাজকর্মী আরিফুর রহমান,স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জাফর ইকবাল, কুমিল্লা মহানগর ছাত্রলীগের নেতা রবিউল হাসান টিপু, অজিত গুহ কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাসিম,স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সদস্য কাউসার, ইকবাল, সবুজ, আদিল ইসলাম তুহিন, রাকিব আবির, রিয়াদ, সাইদুল ইসলাম,গোলাম রাব্বানি, ইমরান,হাসান, সিফাত, রিয়াদ প্রমুখ।

এসময় স্বপ্নচুড়া ফাউন্ডার মোঃ আরিফুর রহমান বলেন,আমরা ২০১৫ সালে চৌয়ারা কলেজে ২০ জন সদস্য নিয়ে একটি সামাজিক আর্ত-মানবতার সংগঠন প্রতিষ্ঠা করি। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের এতিম ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে আর্থিক সহযোগীতা করা সহ সমাজের সকল সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখব।করোনা মহামারীতে ফাউন্ডেশনের উপদেষ্টা আবুল হাসান
যথেষ্ট সহযোগীতা করেছেন যার ফলে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি।

উল্লেখ্য,বৃক্ষ রোপন কর্মসূচিতে
সার্বিক সহযোগিতায় ছিলেন চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.