যশোর মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন

অন্যান্য

আবদুল্লাহ আল মামুন যশোর থেকে :
যশোর মনিরামপুর উপজেলার তৃণমূল গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা একতাবদ্ধ কলম সৈনিক স্লোগান নিয়ে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৭ ই জানুয়ারি শুক্রবার সকাল এগারোটায় মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সুমন চক্রবর্তী’কে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক সুমন চক্রবর্তী প্রকাশক ও সম্পাদক দৈনিক কলম কথা, যুগ্ম আহবায়ক জীএম টিপু সুলতান দৈনিক অনির্বাণ, যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ আলী জাগরণী টিভি বজ্রকন্ঠ সম্পাদক ও প্রকাশক,যুগ্ম আহবায়ক এইচ এম বাবুল আক্তার দৈনিক জনতার বার্তা,মোঃ শাহ্ জালাল প্রকাশক ও সম্পদক দৈনিক সম-সাময়িক,জেমস রহিম রানা,দৈনিক কল্যান, জিএম ফিরোজ উদ্দিন দৈনিক গ্রামের কাগজ, হাফেজ মোঃ আব্দুল আল মামুন জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন জাতীয় সাপ্তাহিক কর্মক্ষেত্র, বিএম মিলন দৈনিক সমাজের কথা,মাবিয়া রহমান দৈনিক বজ্রশক্তি, অংশুমান গাইন নগর টিভি,বিশ্বজিৎ মল্লিক জয়দেব সাপ্তাহিক পল্লী কথা,বিথীকা সুলতানা দৈনিক কলম কথা, মিজানুর রহমান মিজান দৈনিক নওয়াপাড়া,জুয়েল রানা দৈনিক যশোর, মাসুমা আক্তার মিথিলা বজ্রকন্ঠ সহ সম্পাদক, কুন্তাল দাস দৈনিক কলম কথা, তহিদুল ইসলাম সাপ্তাহিক কর্মক্ষেত্র,আ রাজ্জাক দৈনিক সত্যপাঠ ও বজ্রকন্ঠ, মোঃ আরিফুল ইসলাম দৈনিক স্বাধীন বাংলা,সাথী চক্রবর্তী দৈনিক স্বদেশ বিচিত্রা,সানোয়ার হোসেন টিটু দৈনিক গ্রামের কাগজ সকলের সম্মতিক্রমে লিখিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এসময় আহবায়ক সুমন চক্রবর্তী মনিরামপুরের তৃণমূল পর্যায়ে সকল গণমাধ্যম কর্মীদের মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য হতে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.