বিশেষ প্রতিনিধি :
জনতাই পুলিশ আর পুলিশই জনতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ জনগনের বন্ধু এই মূল-মন্ত্র কে ধারণ করে নিরলস ভাবে মানুষের সেবায় নিয়োজিত আছেন বগুড়া শেরপুর হাইওয়ে ক্যাম্পের সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা I মহাসড়কে নিরলসভাবে ২৪ ঘন্টা সেবা থ্রী-হোলারসহ অবৈধ যান চলাচলে নিয়মিত অভিযান যানজট মুক্ত মহাসড়কই আমাদের একমাএ অঙ্গীকার বলে জানান অএ হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক(ইনচার্জ) এ কে এম বানিউল আনাম I তিনি দৈনিক বাংলা খবর’কে জানান ঢাকা-উওর-বঙ্গের লাইফ লাইন খ্যাত এই মহা-সড়কটিতে প্রতিদিন বিভিন্ন প্রকার হাজার হাজার যানবাহন চলাচল করে,যেহেতু মহাসড়কে দ্রুত গতিতে গাড়ী চলাচল করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনায় ঘটে I আমি এই ক্যাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার ক্যাম্প আওতাভুক্ত এরিয়াতে দুর্ঘটনা ঘটার দ্রুত সময়ে মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব দুর্ঘটনা কবলিত গাড়ী সহ জান-মাল রক্ষার্থে জটিল এবং বড় ধরনের কোন দুর্ঘটনাও যদি ঘটে সেই ক্ষেত্রেও আমি স্পেশালি আমার উর্ধ্বতন অফিসারদের সহযোগিতা নিয়ে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সহ যানজট মুক্ত করে থাকি এবং মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে দিক বিবেচনা করে কাজ করে যাচ্ছি I বানিউল আনাম আরো জানান, মহা-সড়কে দুর্ঘটনা এড়াতে বেপরোয়া গাড়ী চলাচলে স্প্রীডগানের মাধ্যমে গাড়ীর স্প্রীড নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি, সড়কে যানজট মুক্ত রাখতে আমি আমার ক্যাম্পের নির্ধারিত এরিয়াতে নিয়মিত গাড়ীর ড্রাইভার,হেলপার এবং মোটর শ্রমিক ইউনিয়ন এর সংশ্লিষ্ট সকলকে নিয়ে জন-সচেতনতা ও দিক-নির্দেশনা মূলক কর্মশালার মাধ্যমে সচেতন করে থাকি I এছাড়াও তিনি জানান, মহাসড়কে থ্রী-হোলার,অটো রিক্সা সহ সরকার ঘোষিত অবৈধ যানবাহন চলাচলে আমরা জিরো-টলারেন্স নীতিতেই কাজ করে যাচ্ছি I