নীলফামারী প্রতিনিধি :
আন্দোলনের অংশ হিসেবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছি বলে দাবি করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন আমরা জানি এ সরকার ফ্যাসিবাদী নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করছে, পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনী দিয়ে নির্বাচনে ফলাফল তাদের পক্ষে নিচ্ছে। তাই বলে আমরা বসে থাকব না।
ফখরুল ইসলাম বলেন, আমরা জনগণের ভোটে একাধিবার নির্বাচিত হয়েছি , তাই আমাদের জনগণের ভোট দরকার। জনগণ আমাদের সঙ্গে আছে। আমরাও জনগণের সঙ্গে আছি।
গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নীলফামারী জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শেষে নীলফামারী জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।