কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনায় প্রধান আসামী ইকবাল ও মাজারের খাদেমসহ ৪জন রিমান্ডে

অপরাধ

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় পূজামন্ডপে কোরআন রেখে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন, মাজারের দুই খাদেম ফয়সাল ও হুমায়ুন এবং জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানানো ইকরামের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মিথিলা জাহান নিপার আদালতে বেলা ১২ টার দিকে ইকবালসহ চার জনকে হাজির করা হয়। পরে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনের বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন-আমরা আদালতের কাছে অধিকতর তদন্তের স্বার্থে অভিযুক্তদের ১০ দিনের রিমান্ড আবেদন করি। তবে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কোরআন পূজামন্ডপে রাখার বিষয়টি স্বীকার করেছে। ওইদিন ইকবাল মন্ডপে কোরআন রেখে হনুমানের গদা নিয়ে চলে আসার তথ্যটি স্বীকার করে। পরে গদাটি একটি পুকুরে ফেলে দেয়া হয় বলে জানান। তবে কোন পুকুরে গদাটি ফেলেছিল সে বিষয়ে তথ্য দিতে পারেনি। ইকবালের কক্সবাজারে যাওয়ার বিষয়ে তিনি আরও বলেন, কোরআন মন্ডপে রেখে আসার পরেও সে কুমিল্লায় ছিল। সাম্প্রদায়িক বিশৃঙ্খলার সময় ঘটনাস্থলে ছিল ইকবাল। এ বিষয়ে আমরা তথ্য পেয়েছি। পরে সে শাসনগাছা রেলস্টেশন থেকে ট্রেনে করে চট্টগ্রাম যায়। সেখান থেকে যায় কক্সবাজার। ঘটনার পেছনে কারা রয়েছে, জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন- এর পেছনে লম্বা কাহিনী আছে। অনেকের কথা আমরা জেনেছি, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলে জানান পুলিশ এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.