কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাড়ি পুলিশের ইনচার্জ এস অাই শাহীন কাদিরের নেতৃত্বে অাদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের গাবতলী থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী মনির ও রাব্বী কে অাটক করেছে। গতকাল পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অাব্দুল্লাহ অাল মামুন জানান,মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহন করে,তারই ধারাবাহিকতায় সদর উপজেলার গাবতলী থেকে মাদক ব্যাবসায়ী গাবতলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনির(৫০) এর বডি ফিটিং অবস্থায় ৪ হাজার এবং তার দেখানো জায়গা হতে অারো ৬ হাজার সর্বমোট ১০ হাজার ইয়াবা উদ্বার করা হয় যার অানুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। এসময় মনিরের সহযোগী বাদশা মিয়ার ছেলে রাব্বীকে ও অাটক করা হয়। অাসামীদের বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াদীন। সংবাদ সম্মেলনে অারো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, এস অাই শাহীন কাদির সহ পুলিশ কর্মকর্তাগন।