ঢাকার আশুলিয়ায় দোসাইদ স্কুল মাঠে লিটন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলা

আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়ায় লিটন শরণে লিটন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুত্র স্বরণে উক্ত ফুটবল খেলার আয়োজন করেন আঃ খালেক মেম্বারের ৩নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন পরিষদ।
গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে দোসাইদ এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত খেলায় অংশ গ্রহণ করেন , নাইজেরিয়া ফুটবলারদের সমন্বয় গঠিত দোসাইদ ফুটবল একাদশ, বনাম নাইজেরিয়া ও বাংলাদেশ জাতীয় টিমের সমন্বয় গঠিত জিরাবো ফুটবল একাদশ।
,উক্ত খেলায় দোসাইদ স্কুলে অধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ,সহ সভাপতি ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ খালেক ইউপি সদস্য ৩ নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন আলী মাস্টার ইউপি সদস্য ৪ নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন পরিষদ কামরুল ইসলাম উজ্জল ইউপি সদস্য পদপ্রার্থী ৩ নং ওয়ার্ড,আশুলিয়া ইউনিয়ন পরিষদ, আনোয়ার হোসেন মন্ডল সভাপতি আশুলিয়া ইউনিয়ন যুবলীগ, ও মোঃ মোশাররফ খাঁন সহ সভাপতি আশুলিয়া ইউনিয়ন যুবলীগ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম সেলিম অন্যতম সদস্য আশুলিয়া থানা আওয়ামী লীগ, খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর আলম, হান্নান, সেলিম ও বাবু।খেলার প্রথম অর্ধে জিরাবো ফুটবল একাদশের.১১ নং.জার্সি পরিহিত..১ . গোল করেন।
পরে দোসাইদ ফুটবল একাদশ পাল্টা পাল্টি ১ নং জার্সি পরিহিত মান্নান গোল করতে সক্ষম হন,ফলে ১-১ গোলে ড্র হয়ে নির্ধারিত সময় শেষ হয়।
পরে রেফরির সিদ্ধান্ত অনুযায়ী টাইব্রেকারে জিরাবো একাদশ ৫, ও দোসাইদ- একাদশ ৪, গোল করে জিরাবো একাদশ এক গোলে বিজয়ই হয়। এসময় দোসাইদ স্কুল মাঠের চার পাশে দাঁড়িয়ে ও বসে উক্ত খেলা উপভোগ করেন হাজার ও সাধারণ মানুষ।
পরে বিজয়ইদের মাঝে,লিটন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চাম্পিয়ানদের মাঝে একটি ফ্রীজ,সহ বিভিন্ন উপহার তুলে দেন শাহাব উদ্দিন মাদবর চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়ন পরিষদ, আব্দুল খালেক ইউপি সদস্য ৩নং ওয়ার্ড, ও হোসেন আলী মাস্টার, ৪নং ওয়ার্ড সদস্য আশুলিয়া ইউনিয়ন পরিষদ সহ প্রমুখ

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.