বগুড়ায় আইসোলেশন থেকে ৪ জনকে ছুটি,১ কিশোরীসহ ৩ জন ভর্তি

স্বাস্থ্য

মতিন খন্দকার টিটু, বগুড়া থেকে :
আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা শহরের মোহাম্মদ আলী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আসা ১ কিশোরী ও ১ মহিলাসহ ৩ ব্যক্তিকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

এর আগেআইসোলেশনে থাকা এক মহিলাসহ ৪ ব্যক্তির নমুনা রাজশাহী মেডিকেলে পাঠালে তার রিপোর্ট নেগেটিভ আসায় অর্থাৎ তারা করোনা আক্রান্ত না হওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে বুধবার নতুন করে যে তিনজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে তাদের মধ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ বছরের এক কিশোরী, বগুড়ার শেরপুরের ২০ বছর বয়সী এক নারী এবং বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ৮০ বছরের অপর এক বৃদ্ধ রয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানিয়েছেন, তিনজনরেই সর্দি, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট রয়েছে। তিনি বলেন, ইতিপূর্বে আইলোসেশনে থাকা ৪ ব্যক্তির শরীরে করোনা সনাক্ত না হওয়ায় তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। বর্তমানে নতুন ৩ রোগী এবং ইতিপূর্বে করোনা পজিটিভি রংপুরের এক ব্যক্তিসহ মোট ৪জন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.