কুমিল্লার ময়নামতিতে সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের কিল ঘুষিতে ১জন নিহত

অপরাধ

মোঃ কামাল হোসেন টিটু :
কুমিল্লার বুড়িচংয়ে সম্পত্তি বিরোধের জেরে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের এলোপাতাড়ি কিল ঘুষিতে আলী আশ্রাফ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। নিহত আলী আশ্রাফ উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহের চর এলাকার মৃত শায়েদ আলীর ছেলে।

নিহত আলী আশ্রাফের বড় ভাই শামসুল হক স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, প্রতিবেশী সিরাজুল ইসলাম এর ছেলে মনির হোসেন এর সাথে আলী আশ্রাফের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিলো। গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের জন্য বিকেলে বাড়ির পাশে সালিশ বৈঠকের আয়োজন করা ৷ সন্ধ্যায় বৈঠক চলাকালীন মনির হোসেন উত্তেজিত হয়ে বেশ কয়েকবার তেড়ে আসেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জানিয়ে নিহতের বড় ভাই শামসুল হক বলেন, একপর্যায়ে উপস্থিত সকলের সামনেই হত্যাকারী মনির হোসেন উঠে এসে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। লোকজন তাকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। মনিরের কিল ঘুষি ও লাথির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আলী আশ্রাফ। বুকে পিঠে আঘাত লাগায় সেখানেই বোমি শুরু হয় তার। কয়েকজন ধরাধরি করে ডাক্তারের কাছে নেয়ার আগেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায় অবস্থা বেগতিক ঘটনাস্থল থেকে সটকে পড়ে ঘাতক মনির হোসেন।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসে দেবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জাবেদুল ইসলাম ঘটনাস্থলে আসেন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন (সদর সার্কেল), বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
এ রিপোর্ট লেখার সময় রাত সারে ৮টায় ঘটনাস্থলে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছিলো। তাৎক্ষণিক ভাবে বিস্তারিত মন্তব্য না করলেও, ওসি মারুফ হোসেন প্রতিবেদক কে জানান, সার্কেল মহোদয় সহ এখন ঘটনাস্থলে আছি, এবিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে বিস্তারিত লিখিত অভিযোগ এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published.


The reCAPTCHA verification period has expired. Please reload the page.